নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে এলেন শিক্ষক শিক্ষিকারা। বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর মালদহ মহকুমার সহায়তায় চাঁচল ১নং জোনের উদ্যোগে চাঁচলে অধিকাংশ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়ার হাইস্কুল, মাদ্রাসা, হাইমাদ্রাসার শিক্ষক ও শিক্ষা কর্মচারীর সহযোগিতায় তৃতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ করা হল।
সোমবার ১১০টি দুঃস্থ পরিবারগুলোর মধ্যে দেওয়া হয় চাল আলু, ডাল, সোয়াবিন ও সাবান। সংগঠনের শিক্ষক শিক্ষিকারা গ্রামে গিয়ে ছাত্রছাত্রীদের পরিবারগুলির হাতে এই ত্রাণ তুলে দিয়েছেন।
আরও পড়ুনঃ অবশেষে বেসরকারি বাস পরিষেবা শুরু হল পশ্চিম মেদিনীপুরে
এখন স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে মিড ডে মিল পাচ্ছেনা। যদিও কয়েকটি পর্যায়ে স্কুলগুলি থেকে চাল ও আলু ছাত্রছাত্রীদের অভিভাবকদের দেওয়া হয়েছে।
তা সত্বেও পরিবারগুলির আর্থিক রোজগারের রাস্তা লকডাউনের জেরে বন্ধ হয়ে যাওয়ায় সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584