নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা প্রশান্ত পাত্র। নিজে উচ্চ শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে,পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রদের পড়ানোর জন্য শ্রীকৃষ্ণপুর বাজারে একটি কোচিং সেন্টার করেছিলেন তিনি।
কিন্তু লক ডাউনের কারনে আজ সেটি পুরোপুরি বন্ধ। তাই অভাবের তাড়নায় পেট চালানোও দায় হয়ে গিয়েছে। তাই হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের শ্রীকৃষ্ণপুর বাসস্ট্যাণ্ডে কোচিং সেন্টারের সামনে আজ তিন দিন হল সবজি বিক্রি করছেন প্রশান্তবাবু। তবে যা বিক্রি হয়, সেই দিয়েই চলছে সংসার।
আরও পড়ুনঃ জেলা জুড়ে প্রশাসন সচেতনতার বার্তা দিলেও উল্টো চিত্র হাসপাতাল চত্বরে
তবে প্রশান্তর বক্তব্য, বর্তমানে মহামারী ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষ রক্ষা পাবার জন্যই রাজ্যে চলছে এই লকডাউন। আবার লকডাউন তুলে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে তা নিয়ে অনেক নিশ্চয়তা রয়েছে।
ফলে পেট আর কথা শুনছে না, যার জন্যই এই পদক্ষেপ। তবে বর্তমানে বিক্রি পাটা মোটামুটি ভালো হচ্ছে। তবুও নিজে অসুবিধার মধ্যে থেকেও মারণ ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন প্রশান্ত বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584