পিয়ালী দাস, বীরভূমঃ
এ.টি.এম প্রতারণা চক্রের শিকার বীরভূমের নানুর থানার কির্নাহারের বাসিন্দা পেশায় হাই স্কুলের শিক্ষক সৌমজিৎ মল্লিক। অভিযোগ নভেম্বর মাসের ৬ তারিখ বোলপুরের স্টেট ব্যাংকের একটি এ.টি.এম কাউন্টার থেকে তিনি ছয় হাজার টাকা তোলেন ১৪ ই নভেম্বর সকালে তিনি তার ফোনে ব্যাঙ্কের তরফ থেকে একটি মেসেজ পান সেখানে তিনি দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রহস্যজনকভাবে বারবার ব্যবহার করা হয়েছে এরপর তিনি ব্যাঙ্ক গিয়ে তার পাসবুক আপডেট করার পর দেখতে পান দু’দফায় তার অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে। নিজের কম্পিউটারে সমস্ত তথ্য যাচাই করার পর তিনি দেখেন প্রথম ৪০০০০ টাকা টি জামশেদপুর থেকে তুলে মুর্শিদাবাদের ফারাক্কার নজরুল ইসলাম বলে জনৈক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দ্বিতীয় ৪০০০০ টাকা টিও অবশ্য জামশেদপুরে তোলা হয়েছে বলে তথ্য যাচাই করে বুঝতে পারেন।
এরপর তিনি ব্যাঙ্কে যোগাযোগ করে নিজের এটিএম কার্ড টি ব্লক করে দেন । সৌমজিৎ বাবু অভিযোগ করেন, লাগাতার তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে,, মঙ্গলবারেও চেষ্টা করা হয়েছে একাধিকবার। ব্যাঙ্কের তরফে সৌমজিৎ মল্লিককে জানিয়ে দেওয়া হয়েছে তিনি সত্যিই এটিএম প্রতারণার শিকার হয়েছেন কারণ সতেরোই নভেম্বর রাত ১১ টা ৫১ মিনিটে যখন সৌমজিৎ মল্লিক-এর অ্যাকাউন্ট থেকে রহস্যজনক ভাবে টাকা চুরি হয়ে যাচ্ছে তখন তিনি নিজের বাড়িতে উপস্থিত ছিলেন অর্থাৎ সেই সময় তিনি কোন এটিএম থেকে টাকা তোলেননি ব্যাঙ্কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে আগামী ৯০ দিনের মধ্যে তার প্রাপ্ত অর্থ তার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এ.টি.এম প্রতারণার শিকার হয়ে সৌমজিৎ মল্লিক সিউড়িতে সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন ইতিমধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584