গ্রামীণ ব‍্যাংক নিয়ে লেখা পুস্তক প্রকাশ অনুষ্ঠান

0
109

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
প্রকাশিত হলো পিংলা থানা মহাবিদ্যালয় অধ্যাপক ড.শিবরাম চ‍্যাটার্জীর গবেষণামূলক পুস্তক”রুরাল ব‍্যাঙ্কস্ এন্ড রুরাল লাইভস্ ইন ইন্ডিয়া: এফেক্টটিভনেস্ এন্ড ইভাল‍্যুয়েশান” ।শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরের গোলোকপতি ভবনে হল ভর্তি দর্শকদের সামনে এক ঘরোয়া অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ রায়।অনুষ্ঠানে স্বাগত ভাষণে অধ্যাপক চ‍্যাটার্জী তাঁর এই বই রচনার লক্ষ্য ও প্রেক্ষাপট আলোচনা করেন।ড.চ‍্যাটার্জী জানান তাঁর বইটি আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন জার্মানির স্কলার্স প্রেস পাবলিশার্স থেকে সেখানকার সিইও ড.ওয়ালফ্রাগ ফিলিপ মুলারের বিশেষ সহযোগিতায় প্রকাশিত হলো।

পুস্তক প্রকাশ অনুষ্ঠান। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা, প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তাবরণ খামরই, প্রাক্তন শিক্ষক বিপতারণ ঘোষ প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ডহরেশ্বর সেন। অধ্যাপক শিবরাম বাবুর জীবনে চলার পথটা মোটেই সহজ ছিল না। কেশপুর ব্লকের গোলাড়া গ্রামের প্রান্তিক কৃষক পরিবারে শিবরামের জন্য। বিদ্যালয় শিক্ষা শেষে কে ডি কলেজ অব্ কমার্স ও বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেন শিবরাম।পড়ার খরচ চালাতে অনেক কম বয়স থেকে শিবরাম টিউশন পড়িয়েছেন বাড়ি বাড়ি। শিবরাম বাবুর বাবা সুনীতি চ‍্যাটার্জী দীর্ঘদিন ধরে মেদিনীপুরের একটি বস্ত্র বিপরীতে সেলসম্যানের কাজ করেন। শিক্ষা শেষে শিবরাম প্রথম চাকুরি পান পোস্ট অফিসে।এরপর কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিবরামবাবু কলেজ চাকুরীতে যোগদান করেন। তাঁর বইটিতে শিবরামবাবু দেখিয়েছেন ১৯৭৫ সালের ২রা অক্টোবর ভারতে গ্রামীণ ব‍্যাংক গুলি প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ভারতের উন্নয়নে ব‍্যাঙ্কগুলি কীভাবে কাজ করে চলেছে।ব‍্যাংক গুলির কাজ গ্রামীণ এলাকায় দারিদ্র্য দূরীকরণে কতটা সহায়ক হয়েছে।এই গ্রামীণ ব্যাংক গুলি ভারতের কেন্দ্র সরকারের ফিনান্সিয়াল ইনক্লুশান কর্মসূচিতে কতখানি সাহায্য করছে।অন‍্যান‍্য জাতীয় ব‍্যঙ্কগুলির সাথে গ্রামীণ ব্যাংকের কাজের তুলনামূলক‌ আলোচনা রয়েছে বইটিতে। গ্রামীণ ব্যাংক গুলি গ্রামের মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋণদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণে কতটা সাহায্য করেছে সে বিষয়েও আলোকপাত করেছেন লেখক। স্বাধীনতার পরবর্তী কাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতীয় ব‍্যাঙ্ক ব‍্যবস্থার চড়াই উৎরাই সহ নানা বিষয় বিশদে আলোচনা করা হয়েছে বইটিতে। উপস্থিত সকল অতিথিবৃন্দ ড.চ‍্যাটার্জীর কাজের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ নবদ্বীপ সাহিত্য সমাজের বিজয়া সম্মেলন অনুষ্ঠান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here