বিষপান করা ৫ শিক্ষিকা সহ শিক্ষক নেতা যোগ দিতে চলেছেন তৃণমূলে

0
98

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি: নিউজ ১৮

গত ২৪ অগাস্ট বদলির দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা। তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। আগামী রবিবার এই ৫ শিক্ষিকা সহ তাঁদের গোটা সংগঠন ”শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ” যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেসে এমনটাই জানা গিয়েছে সংগঠনের তরফে। আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে এই সংগঠনের প্রায় ১ লক্ষ ৩০ হাজার সদস্য যোগ দেবেন তৃণমূলে।

সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় তাঁরা আশ্বস্ত হয়েছেন। তাঁদের যাবতীয় দাবি দাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মইদুল ইসলাম আরও বলেন যে, এই মুহূর্তে তাঁদের সামনে আরও বড় বাধা কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁদের সংগঠন আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে।

সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে তৃণমূলের ওই সভায় হাজির থাকবেন বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here