সুদীপ পাল, বর্ধমানঃ
অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারকদের পাল্লায় পড়ে প্রায় লক্ষ টাকা খোয়ালেন এক প্রাইভেট শিক্ষক। পূর্ব বর্ধমানের মেমারিতে এই ঘটনা ঘটেছে। প্রতারিত শিক্ষকের নাম পল্লব শর্মা। তিনি মেমারি থানা ও ব্যাঙ্কে লিখিত অভিযোগ জানিয়েছেন।
শিক্ষক অনলাইন শপিং সংস্থায় একটি ব্লুটুথ হেডফোনের অর্ডার দিয়েছিলেন। ক্যাস অন ডেলিভারিতে ব্লুটুথ হেডফোন নেওয়ার পর সেটি তাঁর পছন্দ হয়নি। অনলাইনের নিয়ম মেনে তিনি ব্লুটুথ হেডফোনটি ফেরত দেন।
আরও পড়ুনঃ কোচবিহারে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের খবর চাউর, চাঞ্চল্য
এরপর ওই অনলাইন সংস্থার লোক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর মোবাইল ফোন করেন। বলা হয়, অনলাইনে ৭৯৮ টাকা ফেরত দেওয়া হবে। সেজন্য পল্লববাবুর পেটিএমের একাউন্ট নম্বর ও ব্যাঙ্কের ডিটেইলস জানাতে হবে।
এরপর ভুল করে তিনি মোবাইলে আসা ওটিপি নম্বরটিও বলে দেন। দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে তিন ধাপে মোট এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়।
শিক্ষক মেমারি থানার দ্বারস্থ হয়েছেন। তদন্ত শুরু হয়েছে বলে জানান মেমারি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584