শ্যামল রায়,বর্ধমানঃ
রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শহরের শিক্ষা সংসদ কার্যালয়ের রবীন্দ্র নজরুল মঞ্চে। প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নিশীত মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন পোড়েল সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবু বক্কর তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত শচীন সিং ও সায়ন সাহা সহ নেতৃবৃন্দ।
এদিনের সম্মেলনে উপস্থিত শিক্ষক নেতারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন যে পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই আগামী লোকসভা নির্বাচন চলে আসছে। সরকারের একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আবেদন করেন, শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ করার কথা জানিয়ে দিলেন।
মানুষ গড়ার কারিগর যেমন শিক্ষকরা তেমনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষকে সরকারের প্রকল্পের কথা যদি বলা যায় তাহলে তারা শুনবেন কারন সমাজের মূল দায়িত্বে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাই মানুষ তাদের কথাই বেশি বিশ্বাস করেন বলে মন্তব্য করা হয়েছে এদিনের সম্মেলনে।সম্মেলনে একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584