লোন পরিশোধ নিয়ে বিবাদ, ব্যাঙ্কের ম্যানেজারকে হুমকি শিক্ষকের

0
224

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Teacher Threat to the bank manager
নিজস্ব চিত্র

ব্যাঙ্ক থেকে সার্ভিস লোন নিয়ে ৫ মাস ধরে কিস্তি না দেওয়ায় ম্যানেজার ঋণের টাকা পরিশোধের অনুরোধ জানালে হাই স্কুলের শিক্ষক ব্যাঙ্কের ম্যানেজারকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং জানায় তার সেভিংস একাউন্ট থেকে কোন ভাবেই টাকা কেটে নিতে পারেনা ব্যাঙ্ক ম্যানেজার।ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জে অবস্থিত রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখায়।জানা যায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনির্বান সরকার রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা থেকে ২০১৭ সালে সার্ভিস লোন হিসাবে সাত লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।এরপর বিগত ১৫ই মার্চ পর্যন্ত আনুমানিক ৫টি কিস্তির ৫৭,১৩৬ টাকা হয়।শিক্ষক অনির্বান সরকার সেই কিস্তি খেলাপ করেন।ব্যাঙ্ক থেকে অনির্বান সরকারের বিরুদ্ধে সমবায় দপ্তর থেকে একটি কেস হয়ে যায়।সম্প্রতি সেই কেসের হেয়ারিং হবার পর স্কুল শিক্ষক অনির্বান সরকার গত ১৫ই মার্চের মধ্যে বকেয়া কিস্তির টাকা পরিশোধ করবার অঙ্গীকার করেন।এর পর বৃহস্পতিবার শিক্ষক অনির্বান সরকার সমবায় ব্যাঙ্কের ম্যানেজার প্রান্তিক ব্যানার্জীর চেম্বারে এসে বলেন তার সেভিংস একাউন্টে জীবন বীমা থেকে ,১৮,৭৫০ টাকা এসেছে যা সে তুলে নিয়ে যাবে।ব্যাঙ্কের ম্যানেজার প্রান্তিক ব্যানার্জী শিক্ষক অনির্বান সরকারকে বলেন তার বিরুদ্ধে যে সমবায় দপ্তর থেকে কেস হয়েছিল সেখানে আপনি জানিয়ে ছিলেন আগামী ১৫ ই মার্চের মধ্যে আপনি টাকা শোধ করবেন,কিন্তু তা করেননি।সুতরাং আপনার সেভিংস থেকে কোন টাকা তুলতে দিতে পারবো না।ম্যানেজার প্রান্তিক ব্যানার্জীর কথা শেষ হতে না হতেই ম্যানেজারকে শিক্ষক অশ্লীল গালিগালাজ শুরু করেন।ম্যানেজার প্রান্তিক ব্যানার্জিকে হুমকিও দেন বলে অভিযোগ।এরপর ব্যাঙ্কের কর্মীরা জোর করে তাকে ব্যাঙ্ক থেকে বাইরে নিয়ে যায়।এই ঘটনা ব্যাঙ্ক ম্যানেজার প্রান্তিক ব্যানার্জী ব্যাঙ্কের চেয়ারম্যান এবং নির্বাহী অধিকারিককে জানিয়ে দেন।শুক্রবার প্রান্তিক ব্যানার্জী কালিয়াগঞ্জ থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে প্রান্তিক বাবু জানান।তিনি বলেন সে নিরাপত্তার অভাব বোধ করছেন।এই ঘটনার পর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনির্বান সরকারকে ফোন করলে তাকে পাওয়া যায়।তার কাছে জানতে চাওয়া হয় ঘটনাটি কি ঘটে ছিল?

আরও পড়ুনঃ অধীরকে আমরাই অধীর করেছি,কর্মীসভায় বললেন আবু তাহের খান

কিন্তু অনির্বান সরকার প্রথমে বলেন তিনি তার উকিল ছাড়া কোন কথা বলবেন না। যদিও পরে ঘটনা স্বীকার করে বলেন তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যার মধ্যে চলছেন।টাকা তোলাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে মাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here