নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিদ্যালয়ে চাল ও আলু বণ্টনের নির্দেশিকা জারি হতেই করোনার আতংকে নিরাপত্তাহীনতায় ভুগছেন কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকা। এর আগে করোনার জন্য বিদ্যালয় ছুটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই ছিল চাল ও আলু বিতরণ কর্মসূচি।
সেখানে সামাজিক দূরত্ব অবলম্বন করে অভিভাবকদের বিদ্যালয়ে এসে স্যানিটাইজার ব্যবহার করে বা হ্যান্ডওয়াশ করে ওই চাল সংগ্রহ করতে বললেও সেখানে ছিল সম্পূর্ন উল্টো ছবি। তখন সেখানে অভিভাবকরা এমনভাবে কিছুই নির্দেশ মানেনি বলে অভিযোগ শিক্ষকদের।
আরও পড়ুনঃ সন্দেহভাজন রোগীদের লালারস সংগ্রহের প্রশিক্ষন নিয়ে এলেন ইসলামপুর হাসপাতালে কর্মীরা
পাশাপাশি বিদ্যালয়গুলিতে চাল ও আলু বন্টনের সময় সিভিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন শিক্ষকরা।যদি শান্তিপূর্ণ ভাবে পুলিশ পাহারা ছাড়া ওই চাল,আলু বিতরণ করা হয় তা নিয়ে দ্বন্দ্বের মুখে শিক্ষক শিক্ষিকারা।
যদিও ২৩ থেকে ২৭ এপ্রিলের মধ্যে শ্রেণিভিত্তিক ভাবে অভিভাবকদের হাতে এই সামগ্রী তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584