নাবালিকা ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত করার অভিযোগে গ্রেফতার শিক্ষক

0
76

শ্যামল রায়,কালনাঃ

নাবালিকা ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত ও খারাপ মন্তব্য করার কারণে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করলেন মন্তেশ্বর থানার পুলিশ।ধৃত শিক্ষকের নাম তাপস দাস।তার বাড়ি ব্যান্ডেল এলাকায়।তিনি মন্তেশ্বরের বাঁউই পঞ্চপল্লী হাইস্কুলের শিক্ষক।ধৃত শিক্ষককে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হয়।

Teachers arrested on charges of dirty indication to minor girl
আদালতে ধৃত শিক্ষক তাপস দাস। নিজস্ব চিত্র

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,মন্তেশ্বরের বাঁউই পঞ্চপল্লী হাইস্কুলের সহকারী শিক্ষক তাপস দাস পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত ও খারাপ মন্তব্য করেন বলে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার।এই বিষয়ে ছাত্রীর বাবার অভিযোগ করে বলেন, ‘গত ১৯শে জানুয়ারী স্কুল চলাকালীন ক্লাসের ভিতরেই আমার মেয়েকে অশ্লীল ইঙ্গিত ও কুমন্তব্য করেন শিক্ষক তাপস দাস।এর আগেও তিনি অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটিয়েছেন।সেইকারণে তিনি স্কুল কর্তৃপক্ষ মুচলেকাও দেন এমন ঘটনা আর ঘটাবেন না বলে।এরপরেও আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটায় ওই শিক্ষক।যদিও পরে মেয়ে আমাদের বিষয়টি বলে।স্কুলকে জানালেও স্কুল কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার স্কুলে এই নিয়ে একটি ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা।তারপরেই মন্তেশ্বর থানায় অভিযোগ জানাই।’
যদিও শিক্ষক তাপস দাস আদালত চত্বরে কাঁদতে কাঁদতে জানান,‘এইসবই ষড়যন্ত্র।আমাকে ফাঁসানো হয়েছে।এর আগে রাজনৈতিকভাবে জোর খাটিয়ে আমার উপর চাপ সৃষ্টি করে স্থানীয় নেতারা মুচলেকা দেওয়াতে বাধ্য করান আমাকে।আমাকে ঘুষ চাওয়ায় আমি সেই টাকা দিতে পারিনি।তাই এই ঘটনা।’

আরও পড়ুনঃ রেল লাইনের পাশে ভিন রাজ্যের ক্ষত বিক্ষত যুবকের দেহ উদ্ধার

যদিও কে ঘুষ চেয়েছিলেন সেই বিষয়টি তিনি ষ্পষ্ট করেননি।শুক্রবার ওই শিক্ষককে আদালতে তোলা হলে তার জামিন মনজুর হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here