সরকারি উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন কোচবিহারে

0
100

মনিরুল হক, কোচবিহারঃ

প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস উদযাপিত হল কোচবিহারে।বুধবার কোচবিহার রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার, জেলা শাসক কৌশিক সাহা সহ আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও শিক্ষকরা।

নিজস্ব চিত্র

মন্ত্রী বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতি, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটিকে প্রত্যেক বছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল। বাবা-মা যেমন জগতের আলো দেখান। তেমনি শিক্ষকরা আমাদের জ্ঞানের আলো দেখিয়ে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেন। তাই শিক্ষকদের ভূমিকা আমাদের জীবনে অনেক বড়।”

আরও পড়ুনঃ নিজের ছাত্রাবস্থার শিক্ষকদের সংবর্ধনা সাংসদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here