ছাত্রবিক্ষোভ এর জেরে পাঁচ ঘন্টা কলেজবন্দি শিক্ষক শিক্ষিকা

0
81

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

আজ বাঁকুড়ার পাঁচমুড়া কলেজে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে শিক্ষকদের ঘর বন্দি থাকতে হলো প্রায় পাঁচ ঘন্টা। কলেজের মেন গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় প্রায় শতাধিক ছেলে মেয়ে।কলেজের প্রথম বর্ষের এক ছাত্র জানায় যে বিগত বছর গুলিতে যে নিয়ম চলছে কলেজে তা সব কলেজ মেনে চললেও একমাত্র পাঁচমুড়া কলেজ মানছে না।আগে নিয়ম ছিলো প্রথম বর্ষের ভর্তির পর তা পরে একটা সময় পর্যন্ত যারা পাসকোর্সে ভর্তি হয়েছিলো তাদের পর্যাপ্ত নাম্বার থাকলে তখন যদি কোন অর্নাসের সিট ফাকা হয় কোনো কারন বশত তখন সে নিয়ম অনুযায়ি অনার্সে ভর্তি হতে পারবে এবং ঐচ্ছিক বিষয় গুলি নিজের প্রচ্ছন্দ মতো রাখতে পারবে।

নিজস্ব চিত্র

এটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ মেনে চললেও এনিয়ম পাঁচমুড়া কলেজ মানছে না তাই আজ বিক্ষোভ চলে।তবে এব্যাপারে কলেজ কতৃপক্ষ বা প্রিন্সিপাল কেউই কিছু বলতে নারাজ। এই কলেজের জেনারেল সেক্রেটারি এই অভিযোগের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকাদের কলেজে অনিয়মিত উপস্থিতীর অভিযোগ তোলে এবং এও জানায় যে শিক্ষক-শিক্ষিকাদের যদি এব্যাপারে কোন পরিবর্তন না দেখতে পায় ছাত্র ছাত্রীরা তখন দীর্ঘমেয়াদি আন্দোলনে নামবে।

সন্ধের পর থেকে জোরালো হয় বিক্ষোভ , সমস্যার সমাধান না হলে ছাত্রছাত্রী অনশনে বসবে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুনঃ বিজেপির রাজ্যস্তরীয় ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে গ্রামে ঢুকতে দেওয়া নিয়ে বিপত্তি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here