গরিব ছাত্রছাত্রীদের পাশে শিক্ষক শিক্ষিকারা

0
66

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ফের গ্রামে গিয়ে গরিব ছাত্রছাত্রীদের পাঠদান করলেন শিক্ষক শিক্ষিকারা।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে সোমবার দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও শিশুদের পড়াশোনার উপযোগী সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকারা।

teaching | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন রায়গঞ্জ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের মৌলাচন্ডী গ্রামে সংগঠনের উদ্যোগে ১০০ জন আদিবাসী গরীব মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মাস্ক বিতরন করা হয়৷ গ্রামের প্রাথমিক স্তরের শিশুদের পাঠদান করেন শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে মাস্ক, খাতা, কলম ও বিস্কুট তুলে দেওয়া হয়৷

আরও পড়ুনঃ বিধি মেনে খুলছে হোটেল – রেস্তোরাঁ

সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, ‘৩০ মে থেকেই জেলার চোপড়া থেকে শুরু করে ৯ টি ব্লকের ১৭ টি সার্কেলে এখনও পর্যন্ত ২৫ হাজার আদিবাসী গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷

এর আগে কালিয়াগঞ্জ, হেমতাবাদে গ্রামে গ্রামে শিক্ষক শিক্ষিকারা গিয়ে প্রাথমিক স্তরের শিশুদের পাঠদান করেছেন। এবার রায়গঞ্জেও শুরু হয়েছে গ্রামে গ্রামে পৌঁছে পাঠদান কর্মসূচি। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা ও আমপান রিলিফ ও বিপর্যয় ফান্ডে এখনও পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সংগঠনের মাধ্যমে প্রায় ৯ লক্ষ টাকা রাজ্য সরকারকে তুলে দিয়েছেন৷ প্রতিদিন আরো অনেক চেক জমা পড়ছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here