নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ধরা পড়লেই সাসপেন্ড করা হবে শিক্ষকদের।এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
ছাত্রছাত্রীদের তো নিষেধাজ্ঞা থাকছেই, তাদের জন্য বসানো হচ্ছে মোবাইল স্ক্যানার মেশিন।যাতে করে তারা কোনভাবেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে।তারপরেও ধরা পড়লেই পরীক্ষা বাতিল। সঙ্গে কোনভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস সহ অন্য কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য আগামী মঙ্গলবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা চলাকালীন নিজেদের কাছে মোবাইল ফোন রাখতে পারবেন না শিক্ষকরাও। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরই তাদের মোবাইল দায়িত্বপ্রাপ্তের কাছে জমা রাখতে হবে সুইচ অফ করে।খাতা জমা করার পর তাদের মোবাইল ফেরত পাবেন শিক্ষকেরা।কে নিয়ম অমান্য করলেই করা হবে সাসপেন্ড।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ১১ লক্ষ। আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত।
(ছবি সৌজন্যে-http://tripurainfoway.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584