আলিপুরদুয়ারে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষন শিবিরের আয়োজন

0
47

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

Teaching camp to deal with Disaster
অমিত কুমার বিশ্বাস,প্রোজেক্ট কো-অর্ডিনেটর ।নিজস্ব চিত্র

বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষন শুরু হয়েছে আলিপুরদুয়ারে।আলিপুরদুয়ার শহরের সূর্য্যনগর ক্লাব ঘরে এই প্রশিক্ষন নিচ্ছেন আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মোট ৬০ জন যুবক যুবতি। এদের মধ্যে ২৮ জন যুবতি ও ৩২ জন যুবক এই প্রশিক্ষন নিচ্ছেন।জানা গেছে শনিবার থেকে এই প্রশিক্ষন শুরু হয়েছে। চলবে তিন দিন। প্রশিক্ষন শেষে প্রত্যেক যুবক যুবতি একটি করে সার্টিফিকেট পাবেন।

Teaching camp to deal with Disaster
নিজস্ব চিত্র

বিশ্বখ্যাত সেন্ট জন অ্যাম্বুলেন্স এসোসিয়েশন ও রেড ক্রস সোসাইটি এই শংসাপত্র প্রদান করবেন।আলিপুরদুয়ার জেলার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছে। সহযোগিতা করছে চার্জস অক্সিলারি ফর সোশ্যাল অ্যাকশান(সি এ এস এ-কাসা) নামে একটি সংস্থা।

আরও পড়ুন: কুল্পিতে মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন

Teaching camp to deal with Disaster
প্রশিক্ষণ শিবির নিজস্ব চিত্র

প্রশিক্ষক হিসেবে এসেছেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সুব্রত ভট্টাচার্য্য,সেন্ট জন অ্যাম্বুলেন্স এসোসিয়েশন ইন্ডিয়ার লেকচারার জয়ন্ত দাস ও সঞ্জয় ব্যানার্জি। শুক্রবার শুরু হওয়া এই প্রশিক্ষন শেষ হচ্ছে  রবিবার। আলিপুরদুয়ার জেলার ১০ জন  সিভিল ডিফেন্স ভলেনটিয়ারস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থ্যার কর্মীরা এই প্রশিক্ষন নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here