নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষন শুরু হয়েছে আলিপুরদুয়ারে।আলিপুরদুয়ার শহরের সূর্য্যনগর ক্লাব ঘরে এই প্রশিক্ষন নিচ্ছেন আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মোট ৬০ জন যুবক যুবতি। এদের মধ্যে ২৮ জন যুবতি ও ৩২ জন যুবক এই প্রশিক্ষন নিচ্ছেন।জানা গেছে শনিবার থেকে এই প্রশিক্ষন শুরু হয়েছে। চলবে তিন দিন। প্রশিক্ষন শেষে প্রত্যেক যুবক যুবতি একটি করে সার্টিফিকেট পাবেন।
বিশ্বখ্যাত সেন্ট জন অ্যাম্বুলেন্স এসোসিয়েশন ও রেড ক্রস সোসাইটি এই শংসাপত্র প্রদান করবেন।আলিপুরদুয়ার জেলার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছে। সহযোগিতা করছে চার্জস অক্সিলারি ফর সোশ্যাল অ্যাকশান(সি এ এস এ-কাসা) নামে একটি সংস্থা।
আরও পড়ুন: কুল্পিতে মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন
প্রশিক্ষক হিসেবে এসেছেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সুব্রত ভট্টাচার্য্য,সেন্ট জন অ্যাম্বুলেন্স এসোসিয়েশন ইন্ডিয়ার লেকচারার জয়ন্ত দাস ও সঞ্জয় ব্যানার্জি। শুক্রবার শুরু হওয়া এই প্রশিক্ষন শেষ হচ্ছে রবিবার। আলিপুরদুয়ার জেলার ১০ জন সিভিল ডিফেন্স ভলেনটিয়ারস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থ্যার কর্মীরা এই প্রশিক্ষন নিচ্ছেন বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584