অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অবশেষে কিছুটা খুশির হাওয়া টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। প্রথম দুটি ওয়ান-ডে ম্যাচ হেরে সিরিজ হারলেও অস্ট্রেলিয়াকে শেষ একদিনের ম্যাচে ১৩ রানে হারিয়ে কিছুটা স্বস্তি পেল ভারত।
ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, “আমাদের ইনিংসের প্রথম দিকে এবং অস্ট্রেলিয়ার ইনিংসের পরের দিকে আমরা বেশ কোনঠাসা ছিলাম। কিন্তু দু’বারই আমরা দুর্দান্ত লড়াই করেছি। ১৩-১৪ বছর ক্রিকেট খেলার পর এই প্রত্যাবর্তনই প্রত্যাশিত। সিরিজ হারলেও এই জয়টা খুব দরকার ছিল। আমরা হৃদয় দিয়ে খেলেছি। অস্ট্রেলিয়ায় খেলতে গেলে ঠিক এটাই দরকার।”
আরও পড়ুনঃ সিএবি লিগে উপস্থিত সৌরভ
কোহলি ৭৮ বলে ৬৩ রান করেন। তাঁর নিজের আরও কিছুক্ষণ উইকেটে থাকা উচিত ছিল জানিয়ে কোহলি বলেন, “আরও একটু বেশি উইকেটে থাকলে ভাল হত। তবে হার্দিক আর জাদেজার জুটিটা খুব ভাল হয়েছে। ওই সময়ে ঠিক ওটাই দরকার ছিল।“
আরও পড়ুনঃ রোহিত ইস্যুতে বিরাট, শাস্ত্রীকে কাঠগোড়ায় তুলছেন গম্ভীর
নটরাজন প্রসঙ্গে তিনি বলেন, “নটরাজন এবং শুভমান গিল দলে একটা টাটকা হাওয়া এনেছে। এই জয় টি টোয়েন্টি ও টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে সেই আশা রাখছি । ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584