জিতলেও আক্রমণ নিয়ে অখুশি হাবাস

0
56

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

শেষ মুহূর্তের গোলে দুই ম্যাচ পরে জয়ে ফিরলেও আক্রমণ নিয়ে চিন্তা থেকেই গেল এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের।

Antonio Habas | newsfront.co

তাঁর মতে, এখনও আক্রমণে অনেক উন্নতি করতে হবে তাঁর দলকে। সবুজ-মেরুন শিবিরের অন্যতম সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণার গোল না পাওয়া নিয়ে যে এখনও চিন্তিত নন তিনি, তাও এ দিন ম্যাচের পরে জানিয়ে দিলেন হাবাস। তবে এ দিনের ম্যাচে পাওয়া এডু গার্সিয়ার চোট নিয়ে তিনি বেশ চিন্তায়।

আরও পড়ুনঃ উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে জয়ের পথে এটিকে-মোহনবাগান

ফতোরদা স্টেডিয়ামে চেন্নাইন এফসি-কে ১-০ গোলে হারানোর পরে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কোচ ভার্চুয়াল বৈঠকে সাংবাদিকদের বললেন, “আজও আমাদের আক্রমণ বিভাগ সে রকম ভাল খেলতে পারেনি। গোল পেয়েছি বটে, গোলের সুযোগও পেয়েছিলাম। তবে এখনও আক্রমণে আমাদের আরও উন্নতি করতে হবে। প্র্যাকটিসে আমরা রোজই সেই চেষ্টা করি। কিন্ত অনুশীলনের জন্য তো বেশি সময় পাচ্ছি না। প্রতি দু-তিন দিন অন্তর ম্যাচ থাকছে। তাই ভুলগুলো শোধরানোর সময় ঠিকমতো পাচ্ছি না। তবে এটা পরিষ্কার যে, আমাদের অ্যাটাক ঠিক হচ্ছে না।”

আরও পড়ুনঃ জয়ের মুখ দেখতে চায় রেনেডি, লোবেরা সমীহ করছে ইস্টবেঙ্গলকে

ফতোরদা স্টেডিায়ামে এদিন সারা ম্যাচে আধিপত্য বিস্তার করেও এটিকে মোহনবাগান নির্ধারিত সময়ে গোল পায়নি। একাধিক সুযোগ তৈরি করেও বারবার ব্যর্থ হন রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, হাভিয়ে হার্নান্ডেজরা। শেষে পরিবর্ত হিসেবে নামা ডেভিড উইলিয়ামসের ওই হেডই বহু আকাঙ্খিত গোলটি এনে দেয় তাঁদের।

দলের খেলায় খুশি হলেও উচ্ছ্বসিত নন হিরো আইএসএলের সবচেয়ে সফল কোচ। তাঁর মন্তব্য, “আমরা আজ দুর্দান্ত ফুটবল না খেললেও কার্যকরী ফুটবল খেলেছি। ভাল খেলে তিন পয়েন্ট জিতেছি। আইএসএলে লক্ষ্যে পৌঁছনোর জন্য এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here