‘অ্যাকশন হিরো’-তে নয়া অবতারে আয়ুস্মান, প্রকাশ্যে এল টিজার

0
55

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এল ‘অ্যাকশন হিরো’র টিজার। অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবিতে নয়া অবতারে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। আনন্দ এল রাই ও ভূষণ কুমারের সঙ্গে শনিবার নতুন ছবির নাম ঘোষণা করলেন আয়ুষ্মান। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির একটি টিজার প্রকাশ করেছেন অভিনেতা স্বয়ং। সেই টিজার ভিডিওতে দেখা যাচ্ছে, আয়ুষ্মান বলছেন, তিনি অ্যাকশনের অভিনয় করছেন, কিন্তু বাস্তবে তিনি লড়াই করতে পারেন না।

 

পরে সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবির টিজার পোস্ট করেন আয়ুষ্মান। সেই পোস্টের ক্যাপশনে বিস্তারিতভাবে তিনি লিখেছেন, “অ্যাকশন হিরো আসছে। কিন্তু সমস্যা হল যে আমি লড়াইয়ের অভিনয় ভাল করতে পারি, কিন্তু একবারেই লড়াই করতে পারি না। এই ছবিতেও আরও একবার ছকভাঙা একটি গল্প আমরা বলব। আবারও আনন্দ এল রাই ও ভূষণ কুমারের সঙ্গে আমি কাজ করতে চলেছি। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ আইয়ার।” আয়ুুষ্মানের কাছে ‘অ্যাকশন হিরো’ খুবই স্পেশ্যাল একটি প্রজেক্ট। এ কথা নিজেই জানিয়েছেন এই বলিউড অভিনেতা। ছবির টিজার প্রকাশ্যে আসতেই আয়ুষ্মান অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। এখন শুধু ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় দর্শকবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here