দীর্ঘদিন পর বালুরঘাট স্টেশন থেকে ট্রেন চালু, খুশি এলাকাবাসী

0
177

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট স্টেশন থেকে যে সমস্ত ট্রেন বিভিন্ন গন্তব্যের দিকে ছেড়ে যায় সেই সমস্ত ট্রেনের ওপর দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা জেলার গাজোল, চাঁচোল সহ বিভিন্ন এলাকার বেশ কয়েক লক্ষ রোগী, রোগীর পরিবার, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্ভরশীল।

balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু কোভিড প্যানডেমিক সিচুয়েশনে রেলমন্ত্রকের তরফ থেকে এই ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল ।তবে বর্তমানে সারাদেশ ব্যাপী যখন কিছু কিছু করে ট্রেন চলাচল শুরু হয়েছে তখন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনগুলি পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছেন ।

balurght station | newsfront.co
নিজস্ব চিত্র

সেই অনুরোধ মেনেই বালুরঘাট- কলকাতা তেভাগা এক্সপ্রেস চালু হতে চলেছে অতিশীঘ্র। এই সুখবরটিই শুনিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ।

আরও পড়ুনঃ ভার্চুয়াল লোক আদালত অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে

ধীরে ধীরে বালুরঘাট স্টেশন থেকে প্রতিটি ট্রেনই চালু করবে রেলমন্ত্রক বলে আশার বাণী শুনিয়েছেন সাংসদ। পুনরায় বালুরঘাট রেল স্টেশন থেকে ট্রেন চালু হওয়ায় খুশি বালুরঘাটবাসী সহ বালুরঘাট রেলস্টেশনের ওপর নির্ভশীল যাত্রী সাধারণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here