হরষিত সিংহ,মালদহঃ
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রেলব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কিশোরী।শুক্রবার সকাল ১১ টা নাগাদ রতুয়া-২ ব্লকের মহানন্দা হল্ট স্টেশন এর পাশে মহানন্দা ব্রিজে ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা মহানন্দা নদী থেকে জখম আবস্থায় উদ্ধার করে কিশোরীকে।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর পঞ্চায়েতের রাণীনগর গ্রামের বাসিন্দা ওই কিশোরী পাশের গ্রাম বৈরগাছির এক যুবককের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে।বিয়ের প্রলোভন দিলেও পরিবারের লোকেরা বিষয়টি জানতে পারলে কুরবান আলি বিয়েতে অস্বীকার করে। বৃহস্পতিবার এনিয়ে রাণীনগরে কিশোরীর মামার বাড়িতে এক সালিশি সভাও বসে।কিন্তু তাতেও অটল থাকে যুবক। সালিশি সভাতেও সমস্যার সমাধান না হলে প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা করার পথ বেছে নেয় ওই কিশোরী।অভিমানে শুক্রবার মহানন্দা হল্ট স্টেশনের কাছে রেল সেতু থেক ঝাঁপ দেয় মহানন্দা নদীতে।স্থানীয়রা দেখতে পেয়ে অচৈতন অবস্থায় নদীর জল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আড়াইডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে ওই কিশোরীর।বিষয়টি জানতে পেরে ঘটনার তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুন: যুদ্ধকালীন তৎপরতায় পূর্ব বর্ধমানে বার্ধক্যভাতায় নতুন নামের তালিকা প্রস্ততের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584