সংকটের দিনে রক্তদান করলেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

0
376

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রাজনীতি না করেও যে মানুষের পাশে থাকা যায় তা করে দেখালেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী৷ এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে গল্পের নায়িকা নোয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

tele actress | newsfront.co

এর আগে ‘পটলকুমার গানওয়ালা’, ‘কে আপন কে পর’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
দেশজুড়ে যখন অক্সিজেন সঙ্কট, বেডের আকাল তখন মানবিকতার অন্যতম নজির গড়লেন ছোট পর্দার এই অভিনেত্রী৷যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, অচিরেই অন্য সব রোগের চিকিৎসার জন্য বেডের আকাল দেখা দেবে তা বলাই বাহুল্য। এমনই আশঙ্কা চিকিৎসকদের।

blood donate | newsfront.co

একইসঙ্গে গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রক্তের সঙ্কট। এই কথা মাথায় রেখেই এদিন রক্তদান করলেন অনিন্দিতা।সম্পূর্ণ করোনাবিধি মেনেই স্বেচ্ছায় এক রক্তদান শিবির আয়োজন করা হয় ‘প্রজেক্ট লাইফ’-এর তরফে৷ এই মহতী উদ্যোগ সম্বন্ধে জানতে পেরেই অভিনেত্রী যোগাযোগ করেন। এবং স্বেচ্ছায় নিজের রক্ত দান করেন। ২৩-২৫ এপ্রিল অর্থাৎ তিন দিন ব্যাপী চলেছে এই শিবির। রক্তদানের পাশাপাশি প্লাজমা দানেও উদ্যোগী হয় সংগঠন।

আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে সম্মানিত ইরফান খান, ভানু আথাইয়া

সমাজের প্রবীণ নাগরিক থেকে শুরু করে তরুণ দল এমনকী করোনাজয়ীরাও অনেকে উপস্থিত ছিলেন এই শিবিরে।  এদিকে, এই মহতী উদ্যোগে শামিল হয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অনিন্দিতা। সেই পোস্টে তিনি লেখেন -“এই সঙ্কটের সময়ে রক্তদান খুব জরুরি। যাঁরা কোভিড সংক্রমণ মুক্ত তাঁরাও প্লাজমা দান করুন। তৃতীয় দফার গণটিকাকরণের জন্য এই উদ্যোগ খুব প্রয়োজনীয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here