মা হতে চলেছেন অঙ্কিতা

0
406

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Tele Actress Ankita Pal | newsfront.co

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ব্যস্ত, সুন্দরী অভিনেত্রী অঙ্কিতা পাল। ২০১৯-এর জানুয়ারিতে আই টি সেক্টরের প্রতিষ্ঠিত পেশাদার মানুষ সৌমিত্র পালের সঙ্গে বিয়ে হয় অঙ্কিতার। সৌমিত্র প্রবাসী বাঙালি।

Ankita Pal | newsfront.co

অঙ্কিতার শ্বশুরবাড়ির কেউ কস্মিনকালেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু বউমার অভিনেত্রী পরিচয় নিয়ে বেশ আপ্লুত শ্বশুরবাড়ির লোকজনেরা। এ কথা আগেই এই সাংবাদিককে শেয়ার করেন অঙ্কিতা।

Ankita Pal | newsfront.co

এবার আরও একটি খবর অঙ্কিতার ঝুলিতে। মা হতে চলেছেন তিনি। মাতৃদিবসে সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি ও তাঁর কর্তা সৌমিত্র।

আরও পড়ুনঃ প্রথম ভারতীয় হিসাবে প্রখ্যাত রিচার্ড ডকিন্স পুরস্কারে সম্মানিত জাভেদ আখতার

Ankita Pal | newsfront.co

বেবি বাম্পের ছবিও পোস্টেছেন তিনি। ফুরফুরে মেজাজেই আছেন অঙ্কিতা। যত্ন নিচ্ছেন নিজের। গিটার হাতে নিজের খোশমেজাজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। অঙ্কিতার জন্য অনেক শুভকামনা নিউজ ফ্রন্ট-এর তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here