মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।তাই করোনার সঙ্গে যুদ্ধে নেমেছে সমগ্র দেশ।সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন।সংক্রমণের আশঙ্কা যত বাড়ছে ততই বেড়ে চলেছে লকডাউনের সময়সীমা।যার কারণে টানা দু’মাস ধরে বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন কর্মসংস্থান।
লকডাউন শুরু আগে থেকেই কোভিড-১৯-এর হাত থেকে রক্ষা পেতে বন্ধ হয়ে গিয়েছে বলিউড, টলিউডের সমস্ত শুটিং, বন্ধ হয়ে গিয়েছে সিনেমাহলগুলিও।প্রায় আড়াই মাস হয়ে গেল শুটিং বন্ধ হয়েছে।ফলে স্বভাবতই কর্মহীন হয়ে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।দীর্ঘদিন ধরে কাজ বন্ধ,তাই কোনো উপার্জন না থাকায় এবার অবসাদে আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেত্রী প্রেক্ষা মেহতা।
"Crime Patrol" actress #PrekshaMehta has committed suicide. She was 25.
Preksha took her life by hanging from a ceiling fan on Monday night at her residence in #Indore, #MadhyaPradesh. pic.twitter.com/fvGNZyXulG
— IANS Tweets (@ians_india) May 26, 2020
মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ করেদিলেন প্রেক্ষা। স্বপ্নগুলো সব শেষ হয়ে গিয়েছে।জীবনকে শেষ বিদায় জানানোর আগে এমনই একটি স্টেটাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছিলেন তিনি। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন প্রেক্ষা। লালইস্ক, মেরিদুর্গা, ক্রাইমপেট্রল-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় প্রেক্ষা মেহতাকে।
আরও পড়ুনঃ মাঝপথে বন্ধ হতে পারে আরও দুটি ধারাবাহিক
সূত্রের খবর, লকডাউনের জেরে অন্য টেলি অভিনেতা, অভিনেত্রীদের মতো প্রেক্ষার কেরিয়ারেও ভাটা পড়ে।হাতে কাজ না থাকায় অবসাদ গ্রাস করে প্রেক্ষাকে। একই সময়ে বন্ধুর সঙ্গেও সম্পর্কে ছেদ পড়ে। এরপরই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন টেলিপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পরই মুম্বই থেকে নিজের বাড়ি ইন্দোরে ফিরে যান প্রেক্ষা। সেখানেই পরিবারের সঙ্গে থাকছিলেন তিনি। বাড়িতে পৌঁছনোর কিছুদিন পরই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েন অন্য অভিনেতা অভিনেত্রীরা।
করণ কুন্দ্রা থেকে সুরভি চন্দ কিংবা দিব্যা অগরওয়াল, প্রত্যেকে অবাক হয়ে যান। আকস্মিক ভাবে প্রেক্ষা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না অনেকেই। শুধু প্রেক্ষা মেহতা নন, লকডাউনের জেরে অবসাদে ভুগছেন আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা। আর যাঁরা লকডাউনের সমাপ্তির জন্য অপেক্ষা করতে পারছেন না, তাঁরাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584