ত্বরিতার সংসারে নতুন অতিথির আগমন

0
217

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কী ভাবছেন? মা হতে চলেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়? না, ঠিক তেমনটা নয়। আসল খবরটা দেওয়ার আগে একটু গৌরচন্দ্রিকা না করলে ঠিক জমে না। তাই সবুর করুন। টেলিভিশনের বেশ পরিচিত মুখ তাঁর। ‘তুমি আসবে বলে’ থেকে শুরু করে আজকের ‘করুণাময়ী রাণী রাসমণি’ এবং ‘কড়ি খেলা’য় তাঁর টেলিজার্নি অব্যাহত। তাঁর অভিনয় ভালোবাসে দর্শক।

Twarita Chatterjee
ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতেই তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে ত্বরিতার। পাক্কা তিনটি বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। বিয়ের পর তাঁদের সংসারে আগমন ঘটল নতুন সদস্যের। কে সে? এবার সেই প্রশ্নের উত্তর।

Twarita Chatterjee
ত্বরিতা চট্টোপাধ্যায়,অভিনেত্রী

আরও পড়ুনঃ মিঠাইকে ছেড়ে কাকে বিয়ে করছে সিড?

ত্বরিতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে জানিয়েছেন যে তাঁরা একটি নতুন গাড়ি কিনেছেন। রবিবার গাড়ি কেনার পরই সেটাকে নিয়ে তাঁরা বেরিয়ে পড়েছেন লং ড্রাইভে। ভাইরাল হয়েছে তাঁদের ছবি৷ শুভেচ্ছা জানিয়েছে অনুরাগীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here