অভিনন্দন এর দেখা মিলল নতুন রূপে, – “মা আসছে হোক কিংবা নারী এবং পুরুষ শক্তি একটাই ।”

0
166

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

সম্প্রতি Zee বাংলার মেগা সিরিয়ালের ভীষণ পরিচিত মুখ অভিনন্দন সরকারকে দেখা গেল অন্যরকম রূপে। এর আগে অভিনন্দন কে আমরা দেখেছি মহালয়ার একটি নেতিবাচক চরিত্রে কিন্তু এই প্রথমবার মহালয়ার একটি ধনাত্মক চরিত্রে দেখা যাচ্ছে তাকে। এই ছবিতে আমরা অভিনন্দন কে আলতা পরা হাতে পদ্মফুল নিয়ে লাল ধুতি পরিধান করে দেখছি অর্থাৎ আগমনীর একটা রূপ বোঝাই যাচ্ছে। কিন্তু আগমনী মানেই আমরা পদ্মফুল বা কাশফুল হাতে একটা নারী কেন্দ্রিক চরিত্র কল্পনা করি নারী শক্তির আধার হিসাবে। কিন্তু একটা শক্তি যেটা একজন নারী বা পুরুষ উভয়ের মধ্যেই থাকে, যেমন আমরা বুঝি শিব ও দুর্গার মিলিত রূপেই একটা শক্তি তৈরি হয়। তাই এইবার এটা একটা পুরুষের হাতেও থাকতে পারে।

অভিনন্দন কে প্রশ্ন করা হয়েছিল “কেন এইরকম একটা চরিত্রে অংশগ্রহণ করলো সে ?” উত্তর স্বরূপ তিনি বলেন ,”অভিনন্দন মনে করেন প্রতিটা নারী ও পুরুষ জাতির মধ্যেই এই দুর্গা ও শিব শক্তিরূপে বিরাজমান। তাই সে নিজেকে একটি নতুন রূপে প্রতিস্থাপন করতে আগ্রহী হয়েছেন।” এই পুরো ধারণাটা সংগঠিত করেছেন অমিত মুখার্জি। মেকাপের দায়িত্বে ছিলেন কঙ্কন মন্ডল এবং ফটোগ্রাফি করেছেন তিয়াস পাল।এছাড়াও অভিনন্দন কে এবার পূজোতে সাবেকি পোশাকে দেখা যাবে যেখানে শুভব্রত দেব পোশাক নকশাকরণ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here