ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা ভাইরাস নিয়ে পারস্পারিক চাপানউতোরের মধ্যেই আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোনে কথা হল । তবে ঠিক কী বিষয়ে তাদের মধ্যে কথোপকথন হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।
অনুমান করা যাচ্ছে বিশ্বজুড়ে করোনার ভয়াবহ ত্রাস কে রুখে দিতে চিনা মার্কিন যৌথ তৎপরতায় কাজ করার বিষয়ে কথোপকথন হয়েছে ।
#BREAKING President Xi Jinping spoke over phone with US President Donald Trump on Friday. pic.twitter.com/48nQo62Sa3
— China Daily (@ChinaDaily) March 27, 2020
পাশাপাশি আরও অনুমান ,যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বেই এই ভাইরাসকে “চিনা ভাইরাস” বলে মন্তব্য করেছেন এবং এই মন্তব্য নিয়ে চিনা সরকারের যথেষ্ট আপত্তি রয়েছে তাই দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন নিয়েও অনেক বিশেষজ্ঞ মত পোষণ করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন “চীন আগে থেকে সতর্ক করলে বিশ্ব বেঁচে যেত ” তাই ঠিক এরকম অবস্থায় আজ শুক্রবার দুই দেশের প্রধানের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা যথেষ্ট প্রশ্নের বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584