বন্ধ হল দুই চ্যানেলের ধারাবাহিকের শুটিং

0
249

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনার কারণে নয়। সম্পূর্ণ অন্য কারণে স্থগিত রাখা হল জি বাংলা এবং সান বাংলার সব ধারাবাহিকের শুটিং। এর মূল কারণ ফেডারেশন এবং চ্যানেলের মধ্যেকার টাকা পয়সা সংক্রান্ত বিবাদ।Kadambini | newsfront.co

অতিমারীর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। অগণিত টেকনিশিয়ানকে ওই সময়ের জন্য এককালীন কিছু টাকা দেওয়ার কথা ছিল চ্যানেলের। কিন্তু সেই টাকা আসেনি বলে দাবি টেকনিশিয়ানদের। সূত্রের খবর অনুযায়ী চ্যানেলের বক্তব্য, লকডাউনের সময়ে যে এককালীন টাকা দেওয়ার কথা সেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে আসবে। আর সেটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

Rani rashmoni | newsfront.co

সেই সময়টুকু না দিয়ে দুম করে শুটিং বন্ধ করে দেওয়ার কোনও যুক্তি নেই। এভাবে শুটিং বন্ধ করলে যাঁরা দিন অনুযায়ী টাকা পান তাঁদের উপকার তো হবেই না, উল্টে ক্ষতিই হবে।

Rani rashmoni | newsfront.co

আরও পড়ুনঃ উইকেন্ডে চ্যালেঞ্জের মুখে কাদম্বিনী, সৌদামিনী

ফেডারেশনের বক্তব্য, এখনও অবধি অনেক ধারাবাহিক কোভিড ইন্স্যুরেন্সের দিকটিও সম্পন্ন করেনি। এই মুহূর্তে কেউ যদি আক্রান্ত হয় তখন কী হবে? ফলে, অনেক প্রশ্ন আর উত্তরের মুখে আজ দাঁড়িয়ে আছে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি।

কবে আবার শুটিং শুরু হবে জানা নেই। তাহলে যেসব ধারাবাহিকগুলি এই মুহূর্তে চলমান সেগুলির ব্যাঙ্কিং থাকলে তার সম্প্রচার হবে কি হবে না সেই বিষয় নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here