সরকারি উদ্যোগে শুরু হল টেলিফোনে শিক্ষাদান

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অবশেষে গ্রামাঞ্চলে স্কুল পড়ুয়াদের জন্য মঙ্গলবার থেকে নতুন পদ্ধতিতে পড়াশোনার পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। এখন থেকে স্মার্টফোন বা ইন্টারনেট নয়, স্কুল পড়ুয়াদের শিক্ষা দেওয়া হবে দূরাভাষের মাধ্যমে। বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়ে দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। এবার সেই মতই ৪ আগস্ট মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে দূরাভাষের শিক্ষাদান পর্ব।

Education | newsfront.co
প্রতীকী চিত্র

ইন্টারনেট বা স্মার্টফোনের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে সব পড়ুয়াদের পক্ষে ব্যয়বহুল স্মার্টফোন কেনার ক্ষমতা নেই বা বিশেষত গ্রামাঞ্চলে হাই স্পিড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে পরিকাঠামো গত সমস্যার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বেশির ভাগ পড়ুয়াকে। সেই সমস্যাকে দ্রুত সমাধান করতে দূরাভাষে শিক্ষাদান পর্ব চালু করার কথা জানায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। এর ফলে সব পড়ুয়ারাই এবার সরাসরি শিক্ষা গ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঃ শিল্প সম্মেলনে লগ্নির চেয়ে কি বেশি জাঁকজমকের খরচ! হিসেব তলব রাজ্যপালের

পড়তে গিয়ে কোথাও বাধা পেলে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে পড়ুয়াদের। সেখানেই পড়ুয়ারা সরাসরি পেয়ে যাবে শিক্ষকদের। তাদের কাছে সমস্যার কথা সরাসরি জানানো যাবে। নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমে এই প্রকল্পের শুভ সূচনা হচ্ছে। সূত্রের খবর, এই প্রকল্প সাফল্য লাভ করলে তা সব ক্লাসের জন্য প্রযোজ্য করা হবে। প্রতিদিন বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত এবং বেলা ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আরও পড়ুনঃ আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে, বাড়বে তাপমাত্রা

রাজ্য পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, বাংলা ছাড়াও হিন্দি, নেপালি, উর্দু , সাঁওতালি এবং ইংরেজি ভাষায় পড়ুয়ারা প্রশ্ন করতে পারবে। টোল ফ্রি নম্বরে ফোন করলে জানতে চাওয়া হবে, পড়ুয়া কোন ভাষায় প্রশ্ন করতে চায়। সেই অনুযায়ী নম্বর টিপলে জানতে চাওয়া হবে, সে কোন বিষয়ে প্রশ্ন করবে। বিষয় জানালে সেই অনুযায়ী একটি নম্বরে ডায়াল করতে বলা হবে। পড়ুয়া সেই নম্বরে ডায়াল করলেই শিক্ষককে ফোনে পেয়ে যাবে। পড়ুয়া প্রশ্ন করলে শিক্ষক উত্তর দেবেন। এর ফলে গ্রামাঞ্চলের পড়ুয়াদের যথেষ্ট সুবিধা হবে বলে দাবি করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here