নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে শহর কলকাতা,কনকনে ঠান্ডা জেলাগুলিতেও। কোথাও কোথাও শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি। শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি।
আরও পড়ুনঃ আবারও কলকাতায় পারদ চড়ল, অধরা কনকনে ঠান্ডা
পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, মেদিনীপুরে পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে, পুরুলিয়ার তাপমাত্রা ৬.৪ ডিগ্রি, ব্যারাকপুরের পারদ নেমেছে ৯.৩ ডিগ্রিতে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এমনই জাঁকিয়ে ঠান্ডা বহাল থাকবে।
আগামী কয়েকদিন রাজ্যের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584