নতুন বছরের শুরুতেই ভেজা শুভেচ্ছা আবহাওয়া দফতরের

0
60

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কনকনে শীতে কাঁপছে শহর কলকাতা। দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকাগুলিতেও যথেষ্ট ঠান্ডা পড়েছে এবার। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

temperature will drop | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়া ব্লুমস

গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘন্টায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে বাংলায় উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাবে। ইতিমধ্যে একটি পশ্চিমি ঝঞ্ঝা (ভূমধ্যসাগরীয় ঠান্ডা ভারি জোলো হাওয়া) রাজ্যের দিকে বয়ে আসছে। এর সঙ্গী হয়েছে সাগরের জোলো হাওয়া, যার মিশ্রণে ২-৩ জানুয়ারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে।

আরও পড়ুনঃ কুয়াশাচ্ছন্ন রাস্তায় দিকভ্রষ্ট গাড়ি, মৃত ৬

শনিবার ছিল এই মরসুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপামাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে নেমে গিয়েছিল। রবিবার তাপমাত্রা সামান্য উঠলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বছরের শেষে শীতের দাপট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here