বেতন বৃদ্ধির দাবীতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ

0
109

হরষিত সিংহ,মালদহঃ

বেতন বৃদ্ধির দাবিতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এক ঠিকাদার সংস্থার কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অস্থায়ী সাফাই কর্মীরা। বুধবার সকাল আটটা নাগাদ, সমস্ত কাজ বন্ধ রেখে ঠিকাদার সংস্থার কর্তাদের ঘেরাও করে শতাধিক সাফাই কর্মী। তাদের দাবি, প্রতিদিনের ধার্য মজুরি খুব কম। দীর্ঘদিন ধরে ঠিকাদার সংস্থাকে বললেও বাড়ছে না তাদের মজুরি।  এমনকি তারা অভিযোগ জানিয়ে বলেছেন, দিনের পর দিন কাজ করলেও কোনো রকম ছুটি পান না। সাপ্তাহিক ছুটির দাবিও করেন অস্থায়ী সাফাই কর্মীরা। অভিযোগ, মুখ দেখে কর্মীদের বেতন ধার্য করা হচ্ছে।

ছবিঃঅভিষেক দাস

বেতনে ফারাক থাকছে সাফাই কর্মীদের মধ্যে। অথচ তারা একই কাজ করেন। তাদের এই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ঠিকাদার সংস্থার এক সদস্য জানিয়েছেন, এক মাস তাদের সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তাদের দাবি নিয়ে আলোচনা করা হবে। যদিও বিক্ষোভের ফলে সকাল থেকেই কাজ বন্ধ ছিল হাসপাতাল চত্বরে। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভের পর ঠিকাদারের আশ্বাসে তারা আবার কাজে যোগ দেন। সংস্থার সদস্য জানিয়েছেন তাদের দাবি খতিয়ে দেখা হবে এবং সেই কারণে এক মাস সময় চাওয়া হয়েছে। এক মাসের মধ্যে আলোচনা করে আবারো তাদের সাথে বসে সমস্যার সমাধানের পথ বের করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here