অনশনে বসল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা

0
75

নিজস্ব সংবাদদাতা,  মুর্শিদাবাদঃ

strike | newsfront.co
অনশন মঞ্চ। নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি মুর্শিদাবাদ শাখার পক্ষ থেকে আজ লালবাগ সুভাষচন্দ্র বোস স্যানিটারি কলেজের সামনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা অনশন মঞ্চে বসেন। তাদের দাবি, সমস্ত কলেজের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং সরকারের ২০১৯ এর আইন অনুসারে পিএফ, ভাতা প্রদান করতে হবে।

আরও পড়ুনঃ প্রতিবাদ করায় স্ত্রীকে অগ্নিদগ্ধ করল স্বামী

মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি আলী হোসেন বলেন, “আমরা সব সময় কলেজের স্থায়ী কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এমনকি ছুটির দিনেও আমাদের কলেজ আসতে হয়। তাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে, যেন প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে ৬০ বছর পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয় এবং অতি দ্রুত পিএফ চালু করা হয়।

আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা ভবিষ্যতে এর থেকেও বড় অনশন মঞ্চে বসব।” পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি বলেন, “যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন আমরা এই অনশন চালিয়ে যাব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here