নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, অস্থায়ী কর্মী বলে অফিস তাদের কোনো রকম সুযোগ সুবিধা দেয় না। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে তাদের ৪ জন কর্মী এসেছিল। তাদের সারারাত রাস্তায় বসে কাটাতে হয়েছে। তাদের ভালো মাস্ক ও পি পি ই কিট দেওয়া হয়নি।
তাদের দাবি, তাদের যদি কিছু হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব কে নেবে। সামান্য টাকা বেতনে তারা কাজ করছেন। ডাক্তার ও নার্সরা এসি রুমে বসে থাকেন। অথচ যারা রাতদিন কাজ করে চলেছে, তাদের দিকে কোন ভ্রুক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কর্মীর পর এবার করোনা আক্রান্ত বিডিও
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার শর্মিলা মল্লিক জানান, মোট ২১ জনের নাম জমা পড়েছিল। তার মধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সরাসরি রোগীর সংস্পর্শে এসেছিল। অস্থায়ী কর্মীদের মধ্যে দুজনের নাম জমা পড়েছে। যারা সরাসরি রোগীর সংস্পর্শে ছিল তাদের এখানে থাকার ব্যবস্থা করা হবে। আরও যারা আছেন, পাঁচ দিনের জন্য তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পুনরায় তাদের কাজে যোগদান করতে বলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584