রিচা দত্ত,বহরমপুরঃ
সারা রাজ্যে লাইব্রেরীতে শূন্যপদ পূরণ করার জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে।বর্তমানে প্রিন্সিপাল সেক্রেটারি লাইব্রেরী আছেন সুব্রত বিশ্বাস।চুক্তি ভিত্তিক ভাবে শূন্যপদের জন্য ছাড়পত্র পাওয়ার পরে নিয়োগ হবে বলে জানান জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী।রাজ্যে প্রায় ৩০০০ কর্মী নিয়োগ করা হবে তবে তা স্থায়ী নয়, চুক্তি ভিত্তিক।ওই দপ্তর থেকে ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জানান মাননীয় মন্ত্রী।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আইনি সচেতনতা শিবিরের আয়োজন
বিজেপির অমিত শাহের সভায় এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে এদিন মন্ত্রী বলেন ‘শান্তি-শৃঙ্খলা পথে বিজেপি যেতে চাইছে না মানুষ নিচ্ছে না তারা ভাবছে মারদাঙ্গা করলে টিভি চ্যানেলে আসবে প্রচার টা পাবো গঠনমূলকভাবে বিজেপি বলতে হবে বাংলায় কি করেছে নন্দীগ্রাম আন্দোলন মূল নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লা চৌধুরী ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির ভাই বন্ধুরা যারা আছে আমি বন্ধু বললাম মানুষ হিসাবে তাদেরই প্রকৃতি বন্ধুত্ব বিজেপি আমার নয় তারা বলতে হবে নন্দীগ্রামে তাদের অবদান আছে সিপিএমের জামানতের মার খেয়েছে সম্পত্তি বর্গ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মাথা ফেটেছে বিজেপিতে বলে অনেক পুরনো দল আর এস এস দল কেন মারামারি করতে পারেনি বাংলা মানুষের জন্য উত্তর দিতে পারবে এখন বাড়া ভাত টেবিলে রয়েছে ভাগ বসাতে চাইছ,এমনিতে ভাগ দেবে না মারামারি করে আসো আমার যদি কিছু ভাগ পাই।করার মুরোদ নেই মুখ্যমন্ত্রী করছে ভাগ বসাতে চাইছো বলে মন্ত্রী কটাক্ষ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584