নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রাপ্য ভাতা না পেয়ে স্মারকলিপি জমা দিল মেদিনীপুর মেডিক্যাল কলেজের অস্থায়ী কর্মীরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০১১ সাল থেকে সুইপারের কাজ করে আসছে কিছু অস্থায়ী কর্মী।আগে তাঁদের বেতন ছিল মাত্র ১৬০০ টাকা।কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫০০ টাকা।

কিন্তু, অভিযোগ বেশ কিছু মাস ধরে তাদের বেতনের প্রাপ্য টাকা তারা পাচ্ছেন না। অনেকবার হাসপাতাল সুপারকে জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি। অবশেষে জেলা যুব কংগ্রেসের সহযোগিতায় জেলা যুব কংগ্রেসের সভাপতি সইফুল ইসলামের নেতৃত্বে সেই সব কর্মীদের নিয়ে হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা যুব কংগ্রেসের সভাপতি সইফুল ইসলামের দাবি যে হাসপাতাল সুপার আশ্বাস দিয়েছেন কিছু দিনের মধ্যেই এই সমস্যার সমাধান কবরবেন।
আরও পড়ুন: কথা ছিল মেলায় দোকান দেওয়ার,কিন্তু পথদুর্ঘটনায় ঠিকানা হল হাসপাতাল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584