মনিরুল হক, কোচবিহারঃ
অগ্নিকান্ডে এক কৃষকের প্রায় দশ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গিয়েছে।আজ ভোরে দিনাহাটার ১নং ব্লকের আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পেউলাগুড়ি গ্রামে ওই ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সমসের আলি।এই মরশুমে চাষ করা সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় কার্যত পথে বসতে হয়েছে ওই কৃষককে।
ক্ষতিগ্রস্ত কৃষক সমসের আলি বলেন,“গতকাল রাতে আমরা ১১ টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কিন্তু রাত ২ টা নাগাদ বাইরে বেরনোর আগে একটা পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখি আমার ধানের আঁটির গাদিতে আগুন লেগে এই মরশুমের ১০ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়েছে।ওই ১০ বিঘা থেকে প্রতি বছর আমি প্রায় ১৩০ মন ধানের মত পাই।আনুমানিক যার মুল্য প্রায় ১ লক্ষ টাকার মত।আমি একে বাড়ে নিঃস্ব হয়ে গেলাম।সারা বছর কিভাবে আমি সংসার চালাব।তাই সরকারের আছে আমার বিনীত প্রার্থনা আমি যেন সরকার থেকে কোন অনুদান পাই।তা না হলে আমাদের সারা বছর অনাহারে দিন কাটাতে হবে।“
জানা গেছে,শনিবার গভীর রাতে পেউলাগুড়ি গ্রামে সমসের মিয়া নামে এক কৃষকের বাড়ির সামনে এই মরশুমের ১০ বিঘা জমির ধানের আটি রাখাছিল।সেই ধানের আটিতেকে বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘুম থেকে উঠে দেখেন তার ওই ধান পুড়ে ছাই। পরে ওই ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল একটি ইঞ্জিন।পরে দমকলের ইঞ্জিন ও সাধারন মানুষের সাহায্য আগুন নিয়ন্ত্রনে আনা হয়।ওই ঘটনায় কৃষক পরিবার একে বাড়ি নিঃস্ব হয়ে যায়।
আরও পড়ুন: সি আর পি এফের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584