নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এবার বামফ্রন্টের প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্তের ফলে দল থেকে পদত্যাগ করলেন একাধিক দলীয় সদস্য।আজ এক প্রেস বিবৃতিতে দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দল থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন অনিতা বসাক, বৈশাখী বসাক, মোঃ হানিফ রহমান সহ বেশকিছু সদস্য।
তাদের অভিযোগ, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের একাংশের স্বৈরাচারী কার্যকলাপ পার্টিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে।
আরও পড়ুনঃ দিনহাটায় ব্রিগেডের প্রচারে বামফ্রন্ট
এদের স্বৈরাচারী সিদ্ধান্তের বড় উদাহরণ হল লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী নির্বাচন।যাকে প্রার্থী করা হয়েছে,তার থেকে শিক্ষায়,দীক্ষায়,আদর্শে ও বামপন্থী চিন্তাধারায় অনেক বেশী যোগ্য প্রার্থী পার্টিতে আছে।কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে, যা কখনই মেনে নেওয়ার মত নয়। তাছাড়াও নির্বাচনের বিভিন্ন কার্যকলাপ থেকে আমাদের দুরে রাখা হয়েছে।তাই আমরা আজ প্রায় দশ জন পার্টি থেকে পদত্যাগ করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584