কোচবিহারের ১০ খুদে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রতিযোগিতায়

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় কোচবিহার থেকে অংশ নিল ১০ ক্ষুদে বিজ্ঞানী। ১৯ জানুয়ারি থেকে ৩ দিনের ওই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অংশ নিয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা।

students | newsfront.co
নিজস্ব চিত্র

এদের কেউ পথ দেখাচ্ছে বিপন্ন প্রজাতির মাছ রক্ষার উপায় আবিষ্কার করে, কেউবা ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করে দেখাচ্ছে রুফটপ সিট, কেউ বা কলা গাছের কান্ড থেকে তৈরি করছে পাটের বিকল্প তন্তু। রাজ্য পর্যায়ের নির্বাচিত শিশু বিজ্ঞানীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সেখানেও অনলাইনের মাধ্যমেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

national child science compittion | newsfront.co
নিজস্ব চিত্র

এই প্রতিযোগিতার রাজ্য পর্যায়ে পরিচালনার দায়িত্বে রয়েছে সায়েন্স কমিউনিকেটার্স ফোরাম। কোচবিহার জেলায় এই অনুষ্ঠানের জেলা সমন্বয়কারী সংস্থা হিসাবে কাজ করছে কোচবিহার অনাসৃষ্টি।

আরও পড়ুনঃ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাজী এসেছিলেন অবিভক্ত দিনাজপুরে

জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের কোচবিহার জেলা সমন্বয়কারী সুমন্ত সাহা বলেন, “এবার মহামারি পরিস্থিতির জন্য অনলাইনে এই প্রতিযোগিতা হচ্ছে। কোচবিহার থেকে ১০ থেকে ১৭ বছরের ১০ জন পড়ুয়া অংশ নিয়েছে। আমরা আশাবাদী এবার কোচবিহার থেকে জাতীয় স্তরেও প্রতিযোগিতা করবে।”

ছেলে মেয়েদের বিজ্ঞানমনস্ক, তথা বিজ্ঞান শিক্ষায় উৎসাহী করে গড়ে তোলার লক্ষ্যে ২৮ বছর ধরে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস হয়ে আসছে। যার সূচনা হয়েছিল প্রখ্যাত বিজ্ঞানী, তথা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এর হাত ধরে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ সফরে রাহুল সিনহা

গত বছর করোনা মহামারির জন্য এই প্রতিযোগিতা নির্দিষ্ট সময়ে করা সম্ভব হয়নি। তাই নতুন বছরের শুরুতে অনলাইনের মাধ্যমে এই প্রতিযোগিতা রাজ্য এবং জাতীয় স্তরে করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here