ছত্রিশগড়-তেলেঙ্গানা সীমান্তে দশ মাওবাদী নিহত

0
123

ওয়েবডেস্ক:-  আজ ছত্রিশগড় ও তেলেঙ্গানার সীমান্তে পুুলিশের সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ নেতাসহ অন্তত দশ মাওবাদী নিহত হয়েছে। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক পুলিশকর্মীও।

গোপন সূত্রে খবর আসে, ছত্তিশগড়ের বিজাপুর জেলা এবং তেলঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যে বিস্তীর্ণ গভীর জঙ্গলে প্রায় ৫০-৬০ জন মাওবাদী জড়ো হয়েছে বৈঠক করার জন্য।

শুক্রবার সকালে তেলঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়।  সেই সময় যৌথবাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীদের দলটি। পাল্টা জবাব দেয় পুলিশও।

দু’পক্ষের মধ্যে দীর্ঘ ক্ষণ সংঘর্ষ চলে। ওই সংঘর্ষে এক শীর্ষনেতাসহ দশ মাওবাদী নিহত হয়।

পুলিশ সূত্রে খবর, ওই মাওবাদী নেতার নাম হরিভূষণ। যে দশ মাওবাদী নিহত হয়েছে, তাদের মধ্যে ৬ জনই মহিলা। পুলিশ দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে অরণ্যে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশালবাহিনী। যেখানে গুলির লড়াই হয়, সেই জায়গা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ড-এর এক জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জওয়ান।

(সমস্ত ছবি সংগৃহীত)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here