নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের প্রশাসনের চিন্তা বাড়ল। মালদহে ফের নতুন করে ১০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার মালদহে কোনো করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় কিছুটা স্বস্তি পেয়েছিল জেলা প্রশাসন। কিন্তু শুক্রবার রাতেই উলটো ঘটনা ঘটেছে। মালদহ নতুন করে আরও ১০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল থেকে এই রিপোর্ট এসেছে। মালদহের ১০ জন আক্রান্তের মধ্যে ৯ জনই পরিযায়ী শ্রমিক। তাঁদের লালারসের নমুনা গৌড়কন্যা বাস টার্মিনাস থেকে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বীরভূমে আমপান ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে প্রশাসনিক বৈঠক
অন্যজন চাঁচল ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। সব মিলিয়ে মালদহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। আক্রান্তদের চিহ্নিত করে শনিবার সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকার জোনাল আইসোলেশন সেন্টারে ভর্তি করার তোড়জোড় শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584