নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়তে শুরু করেছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের কাঁটাপাল গ্রামে ১০০ দিনের কাজে কাজ পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল- বিজেপি দুপক্ষের কর্মীরা।
ঘটনায় আহত হয় দুপক্ষের মোট ১০ জন কর্মী। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দাঁতন থানার পুলিশ। বিজেপির অভিযোগ এলাকার জয়ী পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে তৃণমূলের কর্মীরা এলাকায় ১০০দিনের কাজ করছিল।স্থানীয় বিজেপি কর্মীরা কাজের বিষয়ে জানতে গেলে তাদের ওপর তৃণমূল কর্মীরা হামলা করে।
আরও পড়ুনঃ মাদারিহাটে গাড়ির ধাক্কায় মৃত যুবক
যদিও তৃণমূলের দাবি এলাকায় বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য কোন উন্নয়নের কাজ করছে না।তাই স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় যৌথভাবে কাজ করা হচ্ছিল। আর তখন বিনা প্ররোচনায় তাদের ওপর হামলা চালায় বিজেপি কর্মী রা। আহত হয় ৫ জন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।ওই ঘটনার জন্য তৃণমূল ও বিজেপি একে অপরকে দায়ী করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584