নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে রাম নবমী উপলক্ষে বাইক মিছিলের আয়োজন করল রামনবমী উদযাপন কমিটি।বেশ কয়েক বছর ধরে চন্দ্রকোনা রোডে রামনবমীর বাইক মিছিলে সাড়া ফেলে দিয়েছিল গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।শুক্রবার রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।
আরও পড়ুনঃ আগে থেকেই সতর্ক, রামনবমীতে নিয়ন্ত্রণ হবে যানবাহন
এই দিন রাম নবমীর উদযাপন কমিটির সভাপতি পারিজাত চক্রবর্তী জানান,এই বছর ১০ হাজার মোটরবাইক অংশগ্রহণ করবে,শুধু তাই নয় সমস্ত বাইক চালকদের সুরক্ষার দিকে নজর রেখে হেলমেটের ব্যবস্থা করা হবে।
ওই দিন চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড় এলাকায় গিয়ে সভার মাধ্যমে এই বাইক মিছিল শেষ করা হবে।ইতিমধ্যেই রাম নবমী ঘিরে গোটা চন্দ্রকোনা রোড এলাকায় সাজো সাজো রব তৈরি হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584