যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ভয়াবহ দাবানলে পুড়ল ১০০০ বাড়ি, জারি জরুরি অবস্থা

0
67

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ভয়াবহ দাবানলে অন্তত এক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া দাবানল থেকে বাঁচাতে জরুরিভিত্তিতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, কলোরাডোতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর।

colorado wildfire
সৌজন্যেঃ এপি

স্থানীয় সময় বৃহস্পতিবার লুইসভিল এবং সুপিরিয়র শহরের প্রায় ৩০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর জ্যারেড পোলিস। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুনে ডেনভারের উত্তরের বোল্ডার কাউন্টি পুড়ে গেছে।

কলোরাডোর পূর্ববর্তী দাবানলগুলো গ্রামীণ এলাকায় থাকলেও, এবারের দাবানল রাজ্যের শহরতলির অংশে জ্বলছে। তবে, ওই এলাকার দুটি বড় হাসপাতালের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি এবং সবগুলো স্কুল আগুন থেকে বেঁচেছে।

আরও পড়ুনঃ ইসরায়েলি সেনার গুলিতে আবারও নিহত সাধারণ ফিলিস্তিনি

সরকারি কর্মকর্তাদের শঙ্কা, আগুন আরো বাড়তে থাকার কারণে সেখানে হতাহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। ঘণ্টায় ১০৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস আগুন আরো বাড়িয়ে দিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here