নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হরিয়ানার একটি স্কুলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্কুল ঘরে আটকে রেখেই নির্যাতন করা হয় ওই কিশোরীকে। এই ঘটনায় অভিযোগ উঠেছে ১৮ বছর বয়সী এক যুবক এবং আট নাবালকের বিরুদ্ধে। অভিযুক্তরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। জানা গেছে, অভিযুক্ত আট নাবালকদের বয়স ১০ থেকে ১২ বছর।
ঘটনাটি ঘটেছে ২৪ শে মে হরিয়ানায় রেওয়াড়ি জেলার একটি গ্রামে। ঘটনা ঘটার প্রায় ৩ সপ্তাহ পর সেই ভিডিওর কথা জানতে পারে মেয়েটির পরিবারের লোকজন, তারপর তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
যদিও কোভিড মহামারীজনিত কারণে দীর্ঘদিন ওই স্কুলটি বন্ধ ছিল। রেওয়ারির পুলিশ সুপার হানসরাজ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “শিশুটি তার বাড়ির কাছে স্কুল প্রাঙ্গণে খেলছিল। সেই সময় অভিযুক্তরা তাকে অপহরণ করে স্কুলের ভিতরে নিয়ে গিয়ে অপরাধটি ঘটায়।”
আরও পড়ুনঃ ২৬ জুন দেশব্যাপী ‘রাজভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা সংযুক্ত কিষান মোর্চার
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি (গণধর্ষণ), ৩৫৪-সি (ভয়েওরিজম) এবং ৫০৬ (ক্রিমিনাল ইন্টিমিডেশন) এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন ও তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের হয়েছে। ১৮ বছর বয়সী ওই ব্যক্তিকে রেওয়ারি জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং পাঁচ নাবালককে কারেকশন হোমে পাঠানো হয়েছে। বাকিদের সন্ধান পাওয়া যায়নি তবে খোঁজ চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584