নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাড়ি ভাড়া নিয়ে বিবাদের দরুন বাড়ির মালিককে হাঁসুয়ার কোপ মারল ভাড়াটিয়া। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মালঞ্চ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মালঞ্চ এলাকায় সতীশ সিং -এর বাড়ির একতলায় হার্ডওয়ারের দোকান চালাচ্ছেন বসন্ত পাল নামে এক ব্যবসায়ী।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু যুবকের
বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েক দফায় গন্ডগোলের পর শনিবার ওই ব্যবসায়ী দোকান খুলতে গেলে বাধা দেয় সতীশ সিং। সেই সময় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়া।অভিযোগ, বচসার মাঝেই বসন্ত সিং নামে ওই ব্যবসায়ী হাঁসুয়া দিয়ে কোপ মারে সতীশ সিংকে।
ঘটনার পরেই আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই খড়্গপুর টাউন থানায় গোটা বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানিয়েছে সতীশ সিং। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584