নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টাকার লোভ দেখিয়ে এক করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করলো জেলা স্বাস্থ্য দফতর। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রায়গঞ্জে। জানা গেছে, রায়গঞ্জ বাসষ্ট্যান্ডের এক অস্থায়ী কর্মী জ্বর নিয়ে বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সেসময় তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। পরে সেই ব্যক্তির জ্বর সেরে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরে লালারসের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দফতরের কর্মীরা সেই ব্যক্তির বাড়িতে গেলে কোভিড হাসপাতালে যেতে হবে, এই অছিলায় তিনি বাড়ি থেকে পালিয়ে যান। দফতরের কর্মীরা সমস্যায় পড়ে।
আরও পড়ুনঃ বালুরঘাট পুরসভার জলমগ্ন এলাকা পরিদর্শনে বিজেপি নেতৃত্ব
পরে তাঁর বাড়িতে স্বাস্থ্য কর্মীরা জানিয়ে আসেন, তিনি লালারসের নমুনা পরীক্ষা করতে সহায়তা করার জন্য তাঁকে দু’হাজার টাকা অনুদান দেওয়া হবে। সেই টাকার লোভে শনিবার তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগাযোগ করেন। নিজে কোথায় রয়েছেন সেই কথাও জানিয়ে দেন। স্বাস্থ্য দফতর তাঁকে বাসষ্ট্যান্ডে অপেক্ষা করতে বলে। সেখানে পৌঁছে তাঁকে সোজা গাড়িতে তুলে কোভিড হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন দফতরের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584