৪৪ টি বন্দে ভারত ট্রেন তৈরির গ্লোবাল বরাত বাতিল করল রেল

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চিনের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ল বন্দে ভারত প্রকল্পেও। ৪৪ টি বন্দে ভারত ট্রেন তৈরির গ্লোবাল টেন্ডার বাতিল করল ভারতীয় রেল।

Bandee Bharat train | newsfront.co
সংবাদ চিত্র

শুক্রবার রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘৪৪ টি সেমি হাইস্পিড ট্রেন (বন্দে ভারত) তৈরির টেন্ডার বাতিল করা হয়েছে। সংশোধিত নির্দেশনামা অনুযায়ী (মেক ইন ইন্ডিয়া অগ্রাধিকার পাবে) সপ্তাহখানেকের মধ্যে নয়া টেন্ডার ডাকা হবে।’

২০১৫ সালে দেওয়া ওই টেন্ডার অনুযায়ী চিনা সংস্থা সিআরআরসি ইয়ংজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে গুরুগ্রামের পাইওনিয়র ইলেক্ট্রিকের যৌথ উদ্যোগে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল।
চিনা যোগ থাকা সেই সংস্থা ৪৪ টি ট্রেন তৈরির বরাত জেতার মুখে থাকায় পুরো টেন্ডার বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়েই গোটা বিষয়টাই করা হবে। যেভাবে টেন্ডার বাতিল করা হলো ভারতের পক্ষ থেকে তাতে চিন যে বিরাট এক ধাক্কা খেল তা নিয়ে কোনও সন্দেহ নেই। গত ১০ জুলাই সেই টেন্ডার ডেকেছিল চেন্নাইয়ে ভারতীয় রেলে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।

আরও পড়ুনঃ  আনন্দ সমৃদ্ধি বিরাজ করুক-দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রেল মন্ত্রকের খবর অনুযায়ী, পঞ্জাবের সাঙ্গরুরের ভারত ইন্ডাস্ট্রিজ ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড, ইলেকট্রোওয়েভস ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড, মেধা সার্ভো ড্রাইভস প্রাইভেট লিমিটেড এবং পাওয়ানেটিকস ইক্যুপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডও আবেদন জানিয়েছিল।

আরও পড়ুনঃ নতুন নির্বাচন কমিশনার হলেন প্রাক্তন অর্থ সচিব রাজীব কুমার

আধিকারিকরা জানিয়েছেন, নয়া টেন্ডারে ‘আত্মনির্ভর ভারত’-এর উপর জোর দেওয়া হবে এবং ভারতীয় সংস্থাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের ১৫ ফেব্রুয়ারি দিল্লি-বারাণসী রুটে প্রথম বন্দে ভারত ট্রেন চলাচলের সূচনা করেন। এরপর আবার গত ৩ অক্টোবর দিল্লি এবং শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরার মধ্যে দ্বিতীয় ট্রেনটি চলাচলের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here