মুর্শিদাবাদের কান্দিতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি

0
263

ভাস্কর ঘোষ, কান্দি, ২৬ মার্চ :
সোমবার মুর্শিদাবাদের কান্দিতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়াল। অস্ত্র নিয়ে মিছিল করতে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি তারা পুলিশকর্মীদের লক্ষ্য করে ইঁট – পাথর ছুড়তে থাকে। তখন মিছিলে অংশগ্রহণকারীদের উপর লাঠি চালায় পুলিশ। ফলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

ওই ঘটনায় ৪ জন সমর্থক ও ১ জন পুলিশকর্মী জখম হয়েছে। এদের মধ্যে এক শিশুও রয়েছে । তাদের প্রত্যেককে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

কান্দি রামনবমী উৎযাপন কমিটির তরফে জানানো হয়েছে, পুলিশের অনুমতি নিয়ে এদিন সকাল ৯টা নাগাদ মিছিলটি কান্দি রাজবাড়ি থেকে শুরু হয়। শান্তিপূর্ণভাবে মিছিল এগোচ্ছিল। কান্দি থানার কাছে মিছিল আসতেই পুলিশ হামলা চালায়। নির্বিচারে লাঠি চালায় মিছিলে অংশগ্রহণকারীদের উপর। অভিযোগ, বিনা কারণে হামলা চালিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কান্দি থানার পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কান্দি থানার কাছে আসতেই মিছিলের কয়েকজন অস্ত্র বের করে। সেইসব অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মিছিলের লোকজন। কান্দি থানার ভিতরে ঢুকে পড়ে কয়েকজন। চেয়ার, টেবিল ভাঙচুর করে। এমনকি পুলিশকে লক্ষ করে ব্যাপক ভাবে ইঁট পাথর চুড়তে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয়।
মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে প্রায় ঘন্টা খানেক পরে আবার পুলিশি ঘেরাটোপে মিছিল শুরু হয়। কান্দি এলাকার বিভিন্ন জায়গা ঘুরে ফের রাজবাড়িতে এসে মিছিল শেষ কর হয়।
কান্দি রাম নবমী উৎযাপন কমিটির অভিযোগ, পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মিছিল আটকানোর চেষ্টা করেছে।
অবশ্য কান্দি থানার পুলিশ এই অভিযোগকে কোনরকম ভাবে মানতে রাজি নন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here