ওদের কুত্তার মতো মারবো, কাল পতাকা দেখিয়ে বিক্ষোভে দিলীপের প্রতিক্রিয়া

0
155

সুদীপ পাল, বর্ধমানঃ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে সদর শহর পূর্ব বর্ধমানে ব্যাপক উত্তেজনা ছড়াল।

উত্তেজনা সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। বর্ধমানের গুডসশেড রোডের একটি সভাকক্ষে বিজেপির নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে এসেছিলেন দলের রাজ্য সভাপতি। গুডসশেড রোডে ঢোকার মুখে কালো পতাকা দেখিয়ে গো–ব্যাক স্লোগান দেন জনতা। একই ঘটনা ঘটে সভা শেষ করে ফেরার সময়েও। একইভাবে কালো পতাকা দেখিয়ে গো–ব্যাক স্লোগান ও বিক্ষোভের মুখে পড়েন তিনি।

tension spreading at east Burdwan
নিজস্ব চিত্র

এই ঘটনা নিয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘হাতি চলে বাজার, তো কুত্তা ভকে হাজার। ওরা যেমন কুত্তার মতো করেছে, তাই ওদের কুত্তার মতো মারব।’

আরও পড়ুনঃ পার্টি অফিস দখল ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুর, সংঘর্ষে মাথা ফাটল অর্জুনের

এরপরেই তিনি রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে বলেন, ‘ওঁরা যদি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখান, এবার আমরাও দেখাব। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here