মেদিনীপুরে মেডিকেল কলেজ থেকে শিশু চুরির ঘটনায় উত্তেজনা

0
54

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কাঞ্চনদীঘি গ্রামের বাসিন্দা রবি খামরুই তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমিত্রা খামরুইকে সন্তান প্রসব করানোর জন্য শনিবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃ মা-তে ভর্তি করেন। শনিবার রাত্রি এগারোটা নাগাদ সুমিত্রা খামরুই একটি পুত্র সন্তানের জন্ম দেন। সুমিত্রার পাশে ছিলেন তার শাশুড়ি মাধবী খামরুই। রবিবার দুপুর নাগাদ মাধবী খামরুই হাসপাতালে খাওয়ার পর ৫ মিনিটের জন্য বাইরে আসেন। সেই সময় তার সদ্যোজাত নাতিকে চুরি করে নিয়ে পালায় এক মহিলা বলে অভিযোগ।

এই মহিলাকে ঘিরেই সন্দেহ। সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ছবি

প্রকাশ্য দিবালোকে হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালে বিক্ষোভ দেখায় চুরি হয়ে যাওয়া শিশুটির বাড়ির লোকেরা। প্রথম সন্তান চুরি হয়ে যাওয়ার ঘটনায় কার্যত কান্নায় ভেঙে পড়েন সদ্যোজাত শিশুর বাবা রবি খামরুই সহ তার বাড়ির সকলেই। শিশু চুরির ঘটনায় হাসপাতালে আয়ারা যুক্ত বলে অভিযোগ করেন শিশুটির পরিবারের লোকেরা। শিশু চুরির ঘটনাটি জানাজানি হওয়ার ফলে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ছবি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী। হাসপাতালের আধিকারিক সঞ্জিব গোস্বামী বলেন শিশু চুরির অভিযোগ পেয়েছি হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালে থাকা সিসিটিভি-র ফুটেজ থেকে দেখা যাচ্ছে প্রায় ৪৫ বছর বয়সী এক মহিলা মাতৃমা থেকে সদ্যোজাত শিশুকে কোলে করে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। তাই সিসিটিভি-র ফুটেজ দেখে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের কাজ শুরু করেছে। শিশু চুরির ঘটনাটি জানতে পেরে হাসপাতালের বেডে একেবারে অজ্ঞান হয়ে পড়েন শিশুটির মা সুমিত্রা খামরুই। শিশুটির ঠাকুমা মাধবি খামরুই বলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মত জেলা হাসপাতালে প্রকাশ্য দিবালোকে হাসপাতালের বেড থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটবে তা কোনোদিন ভাবতে পারিনি।তিনি তার সদ্যোজাত নাতিকে দ্রুত উদ্ধার করার দাবি জানিয়েছেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তবে শিশু চুরির ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here